Thumb

ওয়েব ৩.০ কি?


4/1/2022 12:00:00 AM

ওয়েব ৩.০ হলো নতুন টেকনোলজির সমন্বয়ে করা মুক্ত ইন্টারনেটিং ব্যবস্থা যেখানে ব্যবহারকারী তার নিজের প্রাভেসি নিজেই কন্ট্রোল করতে পারে। এটি ব্লকচেইন টেকনোলজি দিয়ে বিল্ড করা একটি ওয়েব এক্সপেরিয়েন্স যেখানে ফেইসবুক,ইউটিউবের মতো আমার/আপনার তথ্য তাদের সার্ভারে থাকবেনা এবং সেক্ষেত্রে তারা চাইলেই আপনার/আমার তথ্য ব্যাবহার করে ব্যাবসা করতে পারবেনা। কারন ওয়েব ৩.০  তে তথ্যগুলো  ডিসেন্ট্রালাইজড ডাটাবেসে থাকে ব্লকচেইন টেকনোলজী ব্যাবহার করে।

About Teacher

Reza Karim

Software Engineer

More about him